এমদাদুল হক লালন, বকশীগঞ্জ প্রতিনিধি:জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে চুরি যাওয়া তিনটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।শুক্রবার ( ৬ ডিসেম্বর ) বিভিন্ন সস্থানে অভিযান চালিয়ে ৩ টি মোটরসাইকেল ও একটি অটো ভ্যান উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- বকশীগঞ্জের বালুগ্রাম গ্রামের আমিনুল ইসলাম (৪০) সরদারপাড়া গ্রামের রোমান আকন্দ (৩৫) ইসলামপুর উপজেলার কাচিহারা (ফরাজীপাড়া) গ্রামের আল আমিন (৩৫) জামালপুর সদর থানার রাজাপুর গ্রামের মোঃ ফরহাদ (৩৫)।বকশীগঞ্জ থানার এস আই জুলহাস জানান, গত ২৫ নভেম্বর চরকাউরিয়া পশ্চিমপাড়া গ্রামে জাহিদ মিয়া নামে একজনের অভিযোগের প্রেক্ষিতে বকশীগঞ্জ থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর ঘরের বারান্দা ও মেইন গেটের তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। প্রযুক্তির সহায়তায় ও ডিবি-২ এর সহযোগিতায় বৃহস্পতিবার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল উদ্ধার ও একজনকে গ্রেফতার পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ থেকে দুইজন গ্রেফতার ও নিলক্ষিয়া এলাকা থেকে একটি মোটর সাইকেল উদ্ধার পরে তাদের দেওয়া তথ্যে জামালপুর সদর থানার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা পরস্পর জোগসাজসে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলকায় চুরি করে আসছে। তাহাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওনি) খন্দকার শাকের আহমেদ জানান আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।