মোঃ রুবেল মিয়া, ময়মনসিংহ ব্যুরোঃ জামালপুরের ইসলামপুরে সরকারী বালু অবৈধভাবে সরবরাহ করার জন্য ব্যবহৃত মাহিন্দ্রা গাড়ির লাইসেন্স ও ফিটনেস না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক দুজনকে পৃথকভাবে দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান পৃথকভাবে ভাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুজনকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ইসলামপুর থানার পুলিশ। জানা যায়, ইসলামপুর ও মেলান্দহ উপজেলার সীমান্তবর্তী এলাকা আমবাড়িয়া গ্রামে বিআইডব্লিও কতৃক ব্রহ্মপুত্র নদী ঘননের স্টককৃত সরকারী বালু অবৈধভাবে মাহিন্দ্রা গাড়ি বহন করা ও লাইসেন্স ফিটনেস না থাকায় অবৈধ গাড়ি ব্যবহার করার দায়ে জামালপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের শরাফতের ছেলে মোঃ বাবু (২৮) ও ইলামপুর উপজেলার নবাব আলীর ছেলে মোছা(২৫) দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুজনকে পৃথকভাবে এই জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন, নির্বাহী ম্যাজিষ্টেট মো: তৌহিদুর রহামান, তিনি আরও বলেন অবৈধভাবে মাটি, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলে জানান তিনি।