হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের হালুয়াঘাটে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।সোমবার ( ৯ডিসেম্বর)সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিনে উপজেলা নির্বাহী অফিসার মো.এরশাদুল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি জালাল উদ্দিন আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতু। এ সময় বক্তারা তাদের বক্তব্যে নারীদের অগ্রগতিতে বেগম রোকেয়ার অবদানের কথা তুলে ধরেন। পরে জয়িতারদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।