1. admin@bbcnews24.news : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

সেনবাগে মুসল্লী ও সর্বসাধারণের জন্য ঠান্ডা পানির কুলার উদ্বোধন

বিবিসি নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৯ বার পঠিত

সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে মুসল্লী ও সর্বসাধারণের জন্য ঠান্ডা পানির কুলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে সেনবাগ কেন্দ্রীয় মসজিদের সামনে স্থাপিত উক্ত ঠান্ডা পানির কুলারটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও  সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম।

বিন্নাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক, প্রবাসী  ব্যবসায়ী ও সমাজ সেবক মহি উদ্দিন মহিনের অর্থায়নে প্রতিষ্ঠিত উক্ত কুলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী হাজী বেলাল হোসেনের সভাপতিত্বে ও মো: ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান,সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল অদুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবী ব্যক্তিত্ব সহিদ উল্যাহ মিন্টু, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য এন এইচ সুমন,  স্বেচ্ছাসেবী পুলিশ সদস্য আবু সায়েম,সাংবাদিক হারুন, প্রমুখ,

এ সময় স্বেচ্ছাসেবী মোজাম্মেল হক,রবি উল্যা রবি,জামিল সহ বাজারের ব্যবসায়ী বৃন্দ,বিন্নাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রবাসী মহিন ইতিমধ্যে এলাকায় দুস্থদের ঘর নির্মাণ, টিউবওয়েল স্থাপন,আর্থিক সহায়তা, বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়ানো সহ বিভিন্ন মানবিক কার্যক্রম করে ব্যাপক সুনাম অর্জন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ বিবিসি নিউজ ২৪.নিউজ
Theme Customized BY LatestNews