সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা: সীতাকুণ্ডে আগুনে পুড়ে পাঁচটি ঘর চাই হয়ে গেছে এবং এতে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, গত শনিবার সকাল ৮টার দিকে ২ নং বাড়িয়াঢালা ইউনিয়নের পশ্চিম নানা নগর গ্রামের মৌলভি পাড়ায় শর্ট সার্কিটে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লক্ষ টাকা।আগুনে পুড়ে যাওয়া ঘরের ক্ষতিগ্রস্হরা হলো -হাফেজ রফিক,আব্দুস সালাম,আব্দুল মোনাফ,ইছহাক, নুরুন্নবী ও ইউসুফ।খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই বসতঘরসহ ঘরে থাকা আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার সহ আস্রয়ের ব্যবস্থা করেন বিএনপি জামায়াতের নেতৃবৃন্দরা।
এদিকে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও বিশিষ্ট সমাজ সেবক আলেমেদ্বীন মাওলানা তাওহীদুল হক চৌধুরী ক্ষতিগ্রস্হদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সরকারী ভাবে এবং বিত্তবানরা তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।