1. admin@bbcnews24.news : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

শেরপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

বিবিসি নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

মো.রাজন মিয়া,বিশেষ প্রতিনিধিঃ শেরপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের শিক্ষক সংগঠন “বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন,” শেরপুর জেলা শাখার পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি ও স্মরকলিপি প্রদান করা হয়েছে।৭ নভেম্বর (বৃহস্পতিবার) শেরপুর থানা মোড়স্থ মুক্ত মঞ্চে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।ওই সময় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।এ সময় কর্মসূচিতে উপস্থিত শিক্ষকরা একযোগে উপাচার্যের প্রতি এই হুমকির তীব্র নিন্দা প্রকাশ করেন এবং তাকে হত্যার হুমকি দাতাকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।মানববন্ধনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. সেকান্দর আলী কলেজের প্রভাষক শাহিনা খাতুন ও মিনারা সুলতানা,অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এর সভাপতি, প্রভাষক মুরসালিন মিয়া,জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক এসএম মোস্তাফিজুর রহমান, প্রভাষক মুকুল মিয়া এবং প্রভাষক রুবেল মিয়া প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে বলেন, ড. এ এস এম আমানুল্লাহ দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারমূলক উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমে নতুন গতিশীলতা এসেছে।বক্তরা আরও বলেন, এ ধরনের হুমকি উপাচার্যের সংস্কার প্রচেষ্টা ও সার্বিক উন্নয়ন কার্যক্রমে বাঁধা সৃষ্টির অপপ্রয়াস মাত্র, যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।শেরপুর জেলা অর্নাস-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি মুরছালিন মিয়া তার বক্তব্যে বলেন, আমাদের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপাচার্য মহোদয়ের নেতৃত্বে সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। এই হুমকি শুধু একজনের জন্য নয়,এটি দেশের শিক্ষা ব্যবস্থাকে হুমকির শামিল এবং সংশ্লিষ্ট সকলের জন্য অপমানজনক। আমরা এ ধরনের হুমকি কোনোভাবেই সহ্য করব না এবং এর বিরুদ্ধে সব ধরনের প্রতিবাদ অব্যাহত রাখব।তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবককে হুমকি দেওয়া মানে শিক্ষাব্যবস্থা ও উন্নয়নমুখী সব উদ্যোগকে হুমকি দেওয়া। এটি শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং সমগ্র শিক্ষা ব্যবস্থার ওপর আঘাতস্বরূপ। বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহত ছাত্র-জনতার আত্মত্যাগের ওপর এ ধরনের আঘাত আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।বক্তারা অবিলম্বে এ ধরনের হুমকির সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত না হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ বিবিসি নিউজ ২৪.নিউজ
Theme Customized BY LatestNews