লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মোহাম্মদ ফারুক প্রকাশ পোড়া ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের ঘাটিয়ার পাড়ার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক ওই এলাকার মৃত মতিউর রহমানের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, শনিবার (৭ ডিসেম্বর) সকালে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেপ্তার ফারুককে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, ফারুক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ছিল।
গ্রেপ্তার এড়াতে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।