বাকিরুল ইসলাম,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ থানায় পর্যাপ্ত গাড়ি না থাকার কারনে পুলিশের আইন শৃংখলা রক্ষাসহ বিভিন্ন অভিযান পরিচালনা ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ।প্রতিদিনের দায়িত্ব পালনে প্রতিদিনই কোনো না কোনো সিএনজি চালিত রিক্সা রিকুইজিশনে নিতে হচ্ছে থানা পুলিশকে। অনেকে আবার ব্যক্তিগত গাড়ি নিয়েই ডিউটি পালন ও অভিযানে অংশ নিচ্ছেন।এ সমস্যা সমাধানের জন্য একাধিকবার উর্ধতন কর্তৃপক্ষের নিকট মৌখিক প্রস্তাবনা দেওয়া হয়। কিন্তু প্রস্তাবনার সুরাহা না হওয়ায় যানবাহন সংকট কমছে না বলে থানা সুত্রে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৭ লাখ মানুষের বাস মেলান্দহ উপজেলায়। উপজেলা ১১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। থানা এলাকায় রয়েছে ১টি পুলিশ তদন্ত কেন্দ্র। থানা ও তদন্ত কেন্দ্র মিলে রয়েছে একটি পিকআপ ভ্যান।একটি গাড়ী দিয়েই নিয়মিত টহল, আসামি গ্রেপ্তার, মামলা তদন্ত, বিভিন্ন জরুরি ডিউটি ও ভিআইপি প্রটোকলে ব্যবহার হয়। তাই পর্যাপ্ত গাড়ি না থাকায় দুর্ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো ,সড়কে ডাকাতি, ছিনতাই রোধে অভিযান পরিচালনা সবসময় সম্ভব হয়ে উঠে না।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুজ্জামান বলেন, পর্যাপ্ত যানবাহন না থাকার কারণে এত বড় এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় থানা পুলিশকে। উপজেলার বিভিন্ন স্থানে কোনো ধরনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যেতে অনেকটা বেগ পেতে হয়। একটি গাড়ি উপজেলার একটি অংশে টহলে গেলে অন্য জায়গায় যাওয়া হয়না।রাতে সড়কে সন্দেহজনক গাড়ি থামানোর চেষ্টা করলে অনেক সময় চলে যায়। রিকুইজিশনের ৩ চাকার গাড়ি দিয়ে তাদের পিছে দৌড়ানো সম্ভব হয়ে উঠেনা।যানবাহন সংকট কমে গেলে পুলিশের অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও একধাপ এগিয়ে যাবে।তিনি গাড়ী সংকট সমাধানে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান।