জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে মামলার তদন্ত প্রতিবেদন দিতে ঘুষ গ্রহনের অভিযোগে মো. মাসুদ রানা নামে এক এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী।রোববার (১৭ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন উপজেলার পুর্ব মালঞ্চ এলাকার আব্দুল মজিদের ছেলে ভুক্তভোগী মোঃ রবিউল ইসলাম।অভিযুক্ত ওই উপ-পরিদর্শক (এসআইয়ের) নাম মোঃ মাসুদ রানা। বিপি নং- ৭৫৯২০২৭২০৬। তিনি মেলান্দহ থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ রবিউল ইসলাম বলেন, আমি জামালপুর কোর্টে একটি সি,আর মামলা করি। নং ২৬৪(১)২৪ । এসআই মাসুদ রানা ওই মামলার তদন্তের দায়িত্ব পেয়ে আমার কাগজপত্র দেখে আমার পক্ষে সঠিক প্রতিবেদন দিতে মোটা অংকের টাকা দাবি করে। এসময় প্রথমে তাকে ৩০ হাজার টাকা দেওয়া হলে প্রতিবেদন আদালতে প্রেরণ করতে আরও টাকা দাবি করে। পরে তাকে আবারো ১০ হাজার টাকা দেওয়া হলেও তবুও সে তদন্ত প্রতিবেদন দিতে সময়ক্ষেপন করে। পরে আমার স্ত্রী সালেহা বেগমের কাছে থেকে আরও ১০ হাজার টাকা নেয়। পরে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে তার সাথে মেলান্দহ থানায় দেখা করতে গেলে এসআই মাসুদ আমার সাথে উগ্র ভাষায় কথা বলে ও আমার মামলায় উল্লেখিত দাবির বিরুদ্ধে প্রতিবেদন আদালতে দিবে বলে হুমকি দেয়।এসময় তিনি আরও বলেন, আমার কাগজ পত্রের প্রমান সঠিক থাকার পরেও ৫০ হাজার টাকা নিয়েও আমার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।তবে এ বিষয়ে অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বলেন, টাকার নেওয়ার অভিযোগ সত্য নয়। আমি তদন্ত করে যেটা সত্য পেয়েছি সে প্রতিবেদনই দিয়েছি।এ বিষয়ে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, এ বিষয়ে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।