নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশনের প্রতিযোগিতা-২০২৫ কমিটি গঠনে প্রযোজক পরিচালক নায়ক মাসুম পারভেজ রুবেল আহবায়ক, অভিনেতা তনু পান্ডে ও মোঃ ইউনুসকে যুগ্মসচিব করে ২৩ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল সংগঠনের নিজ কার্যালয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে এ কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবের প্রতিষ্ঠাতা গ্রান্ডমাস্টার খ্যাত ওস্তাদ জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ৩/৪ জানুয়ারি দুই দিনব্যাপী বিভিন্ন জেলা থেকে আগত বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশনের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে প্রতিযোগিতা কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী কারাতে শিক্ষার্থীদের আগামী ২০ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়। উল্লিখিত সময়সীমার পরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। আগ্রহী টিম লিডারদের এই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানান ওস্তাদ জাহাঙ্গীর আলম। ওস্তাদ জাহাঙ্গীর আলম আরও জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পুরস্কার। এছাড়া, যাঁরা ড্যান ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের বিশেষ সার্টিফিকেট প্রদান করা হবে। বাংলাদেশের মার্শাল আর্টের জনক প্রযোজক, পরিচালক ও নায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম এর পৃষ্ঠপোষকতায় এবং সার্বিক তত্তাবধানে এ প্রতিযোগিতায় এসোসিয়েশনের সবাই অংশগ্রহণ করবে। এতে মাসুদ পারভেজ সোহেল রানা সহ চলচ্চিত্রের অনেকে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান ওস্তাদ জাহাঙ্গীর আলম।