এমদাদুল হক লালন বকশীগঞ্জ প্রতিনিধি:জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলে উদ্বোধন হয়েছে।মঙ্গলবার (১০ডিসেম্বর) রাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের যুবদলের উদ্যোগে নিলক্ষিয়া বাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলাটি উদ্বোধন হয়।উক্ত খেলাটি উদ্বোধন করেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ও ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ।নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শরিফ উদ্দিন শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ।এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ইসমত দোহা হিটলার, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল মালেক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজানসহ আরো অনেকেই ।উদ্বোধনী খেলায় ১ম দিনে যে কয়টি দল অংশ গ্রহন করেন বকশীগঞ্জ থানা ব্যাডমিন্টন টিম বনাম শ্রীবরদী শান্ত নীড় ব্যাডমিন্টন ক্লাব ও ইসলামপুর থানা ব্যাডমিন্টন টিম বনাম নিলক্ষিয়া বংধনু ব্যাডমিন্টন টিম।