1. admin@bbcnews24.news : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

নান্দাইলের খারুয়া ইউনিয়নে দুটি অবৈধ ইটখলা

বিবিসি নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২০ বার পঠিত

ফরিদ মিয়া,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের হাটশিরা গ্রামে ও খারুয়া বাজার সংলগ্ন স্থানে বছরের পর বছর ধরে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই দুটি ইটখলা চালু রয়েছে। এলাকাবাসীর নিকট থেকে প্রাপ্ত অভিযোগ থেকে জানাগেছে, হাটশিরা এলাকায় জনবসতি বাড়ীর সাথে মোঃ হেলাল উদ্দিন ভূইঁয়ার নামে এক ব্যক্তি এইচইউবি (ঐটই) নামে ইটখলা পরিচালনা করছেন। অপরদিকে খারুয়া বাজার সংলগ্নস্থানে জনবসতিপূর্ন বাড়ি-ঘর আশেফা বালিকা বিদ্যালয়, খারুয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, খারুয়া উচ্চ বিদ্যালয়ের অতি স্বনিকটে মোঃ মানিক সরকার নামে এক ব্যক্তি টিবিএফ (ঞইঋ) নামে ইটখলা পরিচালনা করছেন। উভয় ইটখলার মালিক বিগত আওয়ামীলীগের সরকারের সময় আওয়ামীলীগের প্রভাবশালী নেতা হওয়ায় প্রশাসন কোন ব্যবস্থা নিতে পারে নাই। এলাকাবাসী ইতি পূর্বে বিভিন্ন অভিযোগ দায়ের করলেও বাস্তবে কোন কাজ হয়নি। ২টি ইটখলার বিরুদ্ধে সরকারে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয় জনগন ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ইটখলার ধুলা-ময়লা ও কাঠ দিয়ে ইট পুড়ানোর ফলে ধোয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। সম্প্রতি নান্দাইলে পরিবেশ অধিদপ্তর চারটি ইটখলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও অজ্ঞাত কারণে এই দুটি খলায় কোন অভিযান পরিচালনা করা হয়নি। উপজেলা সদর থেকে প্রায় ২০কিলোমিটার দূরে এই দুটি ইটখলার অবস্থান থাকায় তারা বিভিন্ন অভিযানের সময় পার পেয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযান অব্যাহত থাকবে এবং আগামী সময়ে উল্লেখিত ইটখলায় অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ বিবিসি নিউজ ২৪.নিউজ
Theme Customized BY LatestNews