আল মোজাহিদ বাবু,বিশেষ প্রতিনিধি:ঢাকাস্থ জামালপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি করা হয়েছে। কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো: মোস্তাফিজুর রহমান। ।রবিবার ( ২ ডিসেম্বর ) কমিটি সূত্রে এ তথ্য জানা যায়। প্রধান উপদেষ্টা রাকিবুল বাশার বনি এবং উপদেষ্টা মিজানুর রহমান মিজানের স্বাক্ষরিত ৪৮ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।এ বিষয়ে সহ-সভাপতি মোস্তাফিজ বলেন, শুরু থেকেই নিজ জেলার অ্যাসোসিয়েশন নিয়ে আর ভালোবাসা দিয়ে কাজ করেছি। ঢাকাস্থ জামালপুর এই সংগঠন ঢাকাস্থ শিক্ষার্থী ও সমাজের উন্নয়নে নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি জামালপুরের মানুষ ও সমাজের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। নতুন নেতৃত্ব একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং এটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমরা আশা করি,সংগঠনের সবার কর্মে সততা, আন্তরিকতা এবং উদ্ভাবনী চিন্তা প্রতিফলিত হবে।”তিনি আরও বলেন, “নতুন কমিটির সকল সদস্যকে তাদের দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ যাত্রার জন্য শুভকামনা করেন ।