নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ২৫নং রামপুরা ওয়ার্ড এলাকায় কিশোর গ্যাং লিডার ইমরান, মোঃ রাজু, মোঃ আরিফ, মিজান ও লিলি আক্তার নামের ব্যক্তিরা প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জোরপূর্বক চাঁদা দাবি করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন মনিরুল ইসলাম আজাদ নামের এক ভুক্তভোগী। সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মনিরুল ইসলাম আজাদ। তিনি ২৫নং ওয়ার্ডের মধ্যম রামপুর এলাকার স্থায়ী বাসিন্দা। লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, আমি আমার পরিবার নিয়ে দীর্ঘ ৫০ বছর এলাকায় বসবাস করে আসছি। আমি কোনো রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নই। এমনকি আজ আমার সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত আমার বন্ধু ও ছোট ভাই কায়সার খাঁন, মোজাম্মেল হক সামির, সুমন ও বাবু তারাও কোনো রাজনৈতিক কর্মকান্ডে জড়িত নয়। আমার এলাকায় পারিবারিক ঐতিহ্যের কারণে জনসাধারণ আমাকে পছন্দ করায় আমার প্রতিপক্ষরা ঈর্ষাবোধ করতো। গত ৫ আগষ্টের পর দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার কথা। কিন্তু তা না হয়ে ছাত্রজনতার উপর হামলাকারী কিশোর গ্যাং লিডার ইমরান গংয়েরা অদৃশ্য ক্ষমতার দাপটে সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমিদস্যু কার্যক্রম এলাকায় বিদ্যমান আছে। তাদের এমন কর্মকান্ডে এলাকার নিরীহ জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের মধ্যে ভীতি আশংকা বিরাজ করছে। ইতিপূর্বে ইমরান গ্যাংদের বিরুদ্ধে চট্টগ্রামের দৈনিক সাঙ্গু , চট্টগ্রামের পাতা ও অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
তিনি আরও বলেন, গত ২৭ অক্টোবর আরিফ আহমেদ নামের এক ব্যক্তি ইমরান সহ আরো কতিপয় সন্ত্রাসীদের আসামি করে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম-৪ এ একটি ফৌজদারি মামলা দায়ের করিলে আদালত অভিযোগটি সং শ্লিষ্ট থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিলে থানা তা গ্রহণ করেন, যাহা হালিশহর থানা মামলা নং- ০২(০৯)২৪। তিনি জানান, গত ২০২২ সালের ২৭ অক্টোবর অহিদুল মাওলা গং হতে আমি পাহাড়তলী সাব রেজিস্ট্রিকৃত দানপত্র মূলে স্বত্ব অর্জন করার পর আমার নামে বিএস নামজারী খতিয়ান লিপিবদ্ধ করি। পরবর্তীতে ওই জায়গার উপর নির্মাণ কাজ করার পরিকল্পনা করলে তা জেনে ইমরান গংয়েরা আমার কাছ থেকে ত্রিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দাবির বিষয়ে তাদের বিরুদ্ধে আমি বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম-৪ এ একটি ফৌজদারি মামলা দায়ের করি, যাহার সিআর মামলা নং- ৭৭৯/২৪। তাদের বিরুদ্ধে রয়েছে জোরপূর্বক জায়গা দখল ও টাকা আত্নসাৎ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মজান্ডে থানায় মামলা ও র্যাবের হাতে ধৃতের অভিযোগ রয়েছে। আমি আজ এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ও আমার বন্ধুদের পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে মাননীয় আইন উপদেষ্টা ও প্রশাসনের নিকট বিচার প্রার্থনা করছি।