এস এ রকিব, ইসলামপুর জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলার পৌর এলাকার ব্যাপারীপাড়ার শীর্ষ মাদক সম্রাট রবিন (২৭) চরপুটিমারি ইউনিয়নের কুদ্দুস (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলামপুর থানার পৌর এলাকার উত্তর ব্যাপারীপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে রবিন ও চরপুটিমারি ইউনিয়নের আইড়মারী গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে কুদ্দুস।গত কাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর টু দেওয়ানগঞ্জ গামী বেপারীপাড়া সংলগ্ন বটগাছের সামনে পাকারাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে। ইসলামপুর পৌর এলাকার ব্যাপারীপাড়া তারা দুইজন মাদক পাচারের ক্ষেত্রে একত্রিত হয়ে মাদক পাচার লক্ষ্যে কাজ করিতেছে মাদক কারবারি রবিন ও কুদ্দুস। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক কারবারীদের কাছে ২৫০শত পুড়িয়া হিরোইন সিগারেটের রাংতা কাগজে মোড়ানো এবং ১০ পিস ইয়াবা সাদা পলিথিন দ্বারা মোড়ানো মাদকদ্রব্য সহ আটক করে। পুলিশ ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে শীর্ষ মাদক কারবারীদেরকে আটক করে থানায় নিয়ে আসে।স্থানীয়রা জানিয়েছেন, ইসলামপুর শীর্ষ মাদক ব্যবসায়ী রবিন ও কুদ্দুস দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ম্যানেজ করে মাদক ব্যবসা করে আসছে। মাদকের অর্থে তারা এলাকাসহ বিভিন্ন স্থানে বাড়ী, মার্কেট নির্মাণ ও গাড়ী ক্রয় করে বিপুল পরিমান সম্পদ গড়ে তুলেছে। শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসছে।থানার পুলিশ এসআই আফজাল পৌর এলাকার উত্তর ব্যাপারীপাড়া ঘটনার সত্যতা স্বীকার করেন।ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ বলেন, থানার এসআই মোঃ আফজাল ও সঙ্গীয় ফোর্স সহ পৌর এলাকার উত্তর ব্যাপারীপাড়া জামালপুর টু দেওয়ানগঞ্জ গামী সংলগ্ন বট গাছের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনায় আটক করে মাদকবারী কে থানায় হেফাজতে নিয়ে আসে।এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অদ্য বিকেলে মাদকদ্রব্য কারীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।