1. admin@bbcnews24.news : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের দ্বিতীয় বই” ফুটবলের জাদুকর: লিওনেল মেসি”

বিবিসি নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ– আসছে ফুটবলের জাদুকর লিওনেল মেসি লিখেছেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। ফুটবল বিশ্বের অনন্য এক নাম লিওনেল মেসি আর্জেন্টিনার রোজারিওর প্রত্যান্ত গ্রাম থেকে উঠে আসা এই তারকা বাঁ পায়ের জাদুতে মুগ্ধ করেছেন সারাবিশ্বকে। ফুটবলের জাদুকর লিওনেল মেসি এই গ্রন্থে পাঠক পাবেন একজন পরিপূর্ন মেসিকে এতে রয়েছে মেসির বংশ পরিচয়, মেসির শৈশব কালের বেড়ে ওঠার স্মৃতি, ফুটবলের সাথে তার বন্ধুত্ব, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, প্রেম-ভালোবাসা, বিয়ে-সন্তান, বার্সা-পিএসজি- মায়ামিসহ ক্লাব জীবনের ইতিহাস, আর্ন্তজাতিক ক্যরিয়ার মেসির সাফল্য-ব্যর্থতা, জেল জরিমান সহ মেসির পূর্নাঙ্গ জীবনী। ফুটবলের জাদুকর লিওনেল মেসি সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম জানান শত ব্যস্ততার মাঝেও আরও একটি স্বপ্নের সফল বাস্তবায়ন।আমার দ্বিতীয় প্রকাশনা ” ফুটবলের জাদুকর: লিওনেল মেসি” মেসিকে নিয়ে বাংলা ভাষায় রচিত একটি পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ।মেসিভক্তদের জন্য একটি দুর্দান্ত উপহার, যেখানে মেসির প্রতিটি সাফল্য আর ব্যর্থতার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সাথে মেসির খেলোয়াড়ি জীবনের পরিপূর্ণ পরিসংখ্যানসহ ৪৫টি ট্রফির নাম ও জয়ের ইতিহাস রয়েছে বইটিতে একইসাথে মেসির জীবন সংগ্রাম এবং ব্যক্তিগত জীবনের খুটিনাটিও তুলে ধরা হয়েছে বইটিতে মেসির কিছু দুর্লভ ছবি যুক্ত করা হয়েছে, যা আর্ট পেপারে রঙিন প্রিন্ট করা। আশা করছি বইটি আর্জেন্টিনা এবং মেসিভক্তদের নির্মল আনন্দের খোরাক হবে।যারা মেসিকে ভালোবাসেন, মেসি সম্পর্কে আরও বেশি জানতে চান, তাদের জন্য আমার লেখা  ” ফুটবলের জাদুকর: লিওনেল মেসি”।জাহাঙ্গীর আলম ১৯৮১ সালের পহেলা মার্চ ময়মনসিংহ জেলার  ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের  আংগারগাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক ও মোসা. জবেদা  খাতুনের ঘর আলোকিত করে জন্ম নেয় ।৩০ বিসিএস (পুলিশ ক্যাডার) কর্মকর্তা হিসেবে  ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন জাহাঙ্গীর আলম। তারপর কেটেছে একযুগেরও বেশি সময়।নানান প্রতিকূলতার মধ্যে অত্যন্ত সফলতার সাথে বাংলাদেশ পুলিশের চৌকশ একজন কর্মকর্তা হয়ে ওঠেন তিনি।দীর্ঘ ১৩ বছরে পেশাগত জীবনে নানান বাঁকে হেটেছেন জাহাঙ্গীর আলম।পুলিশের দৈনন্দিন কার্যক্রম এবং অভিযানসহ  বিচিত্র সেসব অভিজ্ঞতার বাস্তব দর্পন থেকে লিখেছেন অপরাধের সাতকাহন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ বিবিসি নিউজ ২৪.নিউজ
Theme Customized BY LatestNews